ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মাপাড়ে মিলল ৯টি রাসেল'স ভাইপার সাপ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মাপাড়ের পাকা ইউনিয়নে ৯টি
  • আপলোড তারিখঃ 10-09-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মাপাড়ে মিলল ৯টি রাসেল'স ভাইপার সাপ ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মাপাড়ে মিলল ৯টি রাসেল'স ভাইপার সাপ
জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মাপাড়ের পাকা ইউনিয়নে ৯টি রাসেল'স ভাইপার সাপ পাওয়া গেছে।পরে কৃষকরা সাপগুলো লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে সেখানেই পুঁতে ফেলেছে।গতকাল মঙ্গলবার ১০ ই সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে পদ্মা তীরবর্তী গমেরচর এলাকায় ইব্রাহিম হোসেন নামের এক কৃষককের ধান ক্ষেতের ভেতর পাওয়া যায় সাপগুলো।

কৃষক ইব্রাহিম বলেন গেল ৩দিন থেকে আমার জমির ধান কাটা শুরু করি।কৃষকরা ধান কেটে গুচ্ছ করে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখেন জমির ভেতরই।সকাল থেকে শ্রমিকরা জমিতে কাজ শুরু করার এক পর্যায়ে কেটে রাখা ধানের আঁটিগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পায়।কৃষি শ্রমিক সৈবুর রহমান বলেন কেটে রাখা ধানের আঁটির গোছা তুলতেই দেখি একটি রাসেল'স ভাইপার সাপ। সাপ দেখেই চিৎকার করে উঠে লাঠি দিয়ে মারতে থাকি। পরে আরো ৮টি সাপ বেরিয়ে আসে।

কৃষি শ্রমিকরা জানান পর পর ৯টা সাপ দেখতে পেয়ে তারা আতংকিত হয়ে পরেন এবং আশেপাশের শ্রমিকদের নিয়ে সবগুলো সাপ মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলেন।শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান গমেরচরের ভেতর ধানের জমিতে ৯টি সাপ মেরে ফেলার খবর তিনি শুনেছেন।তবে সাপগুলো কোন জাতের তা জানা সম্ভব হয়নি। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ