ঢাকা | বঙ্গাব্দ

কোনো সংবাদমা ধ্যমের উপর হামলা কিংবা আক্রমণ সহ্য করা হবে নাঃ প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন
  • আপলোড তারিখঃ 07-11-2024 ইং
কোনো সংবাদমা ধ্যমের উপর হামলা কিংবা আক্রমণ সহ্য করা হবে নাঃ প্রেস সচিব ছবির ক্যাপশন: কোনো সংবাদমা ধ্যমের উপর হামলা কিংবা আক্রমণ সহ্য করা হবে নাঃ প্রেস সচিব
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।   

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কোনো সংবাদমা ধ্যমের উপর হামলা কিংবা আক্রমণ সহ্য করা হবে না।সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে শতভাগ অঙ্গীকারবদ্ধ।অদ্য বৃহস্পতিবার ৭ ই নভেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।প্রেস সচিব জানান গত ১৫ বছর অনেক সাংবাদিক স্বৈরাচারের কণ্ঠস্বর ছিল।অনেক সাংবাদিক সহিংসতাকে উসকানি দিয়েছে।অনেক গণমাধ্যম অন্ধের মতো স্বৈরাচারকে সমর্থন করেছে।তবুও বর্তমান সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি।সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে তথ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন মুজিব বর্ষে কি কি কাজ হয়েছে এবং এতে কত টাকা খরচ হয়েছে তার তালিকা করা হবে।মুজিব কর্নার বা ম্যুরাল করতে অনেকেই বাধ্য হয়েছে।এসবে কত টাকা অপচয় হয়েছে সরকার সেটার তালিকা চেয়েছে।উপদেষ্টা পরিষদের বৈঠকের নেয়া ৫ সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন বহুল আলোচিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এরফলে মত প্রকাশের কারণে যেসব মামলা হয়েছে তা বাতিল করা হবে।তবে অর্থনৈতিক লেনদেনের নিরাপত্তা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে হবে আলাদা আইন।

তিনি আরও বলেন ব্যাংকিং কার্যক্রম যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে তার চেয়ে এখন অবস্থা ভাল।কিছু ব্যাংকের অপরিপক্কতার কারণে কিছুটা ঝামেলা হচ্ছে।তবে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চেষ্টা চলছে,দ্রব্যমূল্য কমিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ