ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে গৃহবধুর আত্মহত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে শাহনাজ বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।এ সময় শিশু সন্তান
  • আপলোড তারিখঃ 16-07-2024 ইং
পাঁচবিবিতে শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে গৃহবধুর আত্মহত্যা ছবির ক্যাপশন: পাঁচবিবিতে শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে গৃহবধুর আত্মহত্যা

মোঃ জয়নাল আবেদীন, জয়পুরহাট।


জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে শাহনাজ বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।এ সময় শিশু সন্তান সিফাতও (৪) নিহত হয়েছে।গতকাল সোমবার ১৫ ই জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বাগজানা রেলগেট হতে ১শ গজ দক্ষিণে এ দূর্ঘটনা ঘটে।


নিহত দু'জন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী ও সস্তান।সে ঔষধ নেওয়ার কথা বলে সন্তানকে সাথে নিয়ে বাড়ী থেকে বের হয় বলে নিহতের চাচী মোবাইল ফোনে নিশ্চিত করেন।  


স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রম করার ১শ গজ দক্ষিণে শাহনাজ বেগম নিজের শিশু সন্তান সিফাতকে  নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।সান্তাহার রেলওয়ে জিআরপি থানার (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ