ঢাকা | বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও
  • আপলোড তারিখঃ 26-08-2024 ইং
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি ছবির ক্যাপশন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে অব্যাহতি দেয়া হয়েছে।গতকাল সোমবার ২৬শে আগস্ট রাতে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান আব্দুল হাই ও হুমায়ুন কবির খন্দকার মতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। তাই দলের উপরের নেতাদের নির্দেশে এই দুজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া য়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ