বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে অব্যাহতি দেয়া হয়েছে।গতকাল সোমবার ২৬শে আগস্ট রাতে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান আব্দুল হাই ও হুমায়ুন কবির খন্দকার মতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। তাই দলের উপরের নেতাদের নির্দেশে এই দুজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া য়েছে।