ঢাকা | বঙ্গাব্দ

নয় অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নয়, অঞ্চল, উপর, দিয়ে,কিলোমিটার, বেগে, ঝড়,আভাস
  • আপলোড তারিখঃ 01-06-2024 ইং
নয় অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ছবির ক্যাপশন: নয় অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।


দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নাম্বার সংকেত।।অদ্য শনিবার ১ লা জুন এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন জানিয়েছেন, রাজশাহী,পাবনা, রংপুর,টাংগাইল,ময়মনসিংহ, যশোর,কুষ্টিয়া,ঢাকা এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদী-বন্দর সমূহকে ১ নাম্বার সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।


৩ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার ২ রা জুন রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়,ঢাকা,রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


ঢাকা,টাঙ্গাইল,ফরিদপুর,মাদারীপুর,রাজশাহী,পাবনা,সিরাজগঞ্জ,রংপুর,মৌলভীবাজার,চাঁদপুর,নোয়াখালী,বাগেরহাট,যশোর,বরিশাল,পটুয়াখালী ও ভোলা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


সোমবার ৩ রা জুন) রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়,ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।


মঙ্গলবার ৪ ই জুন রংপুর,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। 






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ