ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তিতে ওয়ার্ড আ'লীগ নেতার হামলায় উপজেলা ছাত্রদল সদস্য সচিব গুরুতর আহত

প্রতিবেশীদের সালিশ বৈঠকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার অতর্কিত
  • আপলোড তারিখঃ 17-09-2024 ইং
শাহরাস্তিতে ওয়ার্ড আ'লীগ নেতার হামলায় উপজেলা ছাত্রদল সদস্য সচিব গুরুতর আহত ছবির ক্যাপশন: আওয়ামীলীগ নেতার অতকির্ত হামলায় গুরুতর আহত উপজেলা ছাএদল সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর। 

প্রতিবেশীদের সালিশ বৈঠকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজী আহত হয়েছে।এ ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা গত সোমবার ১৬ ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী আহতের পরিবার সূত্রে জানা যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজী রাতে নিজ বাড়ি চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামে যাওয়ার পথে সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা এলাকায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানের নেতৃত্বে পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল আওয়ামী লীগ নেতা-কর্মী তার উপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায় আহতের মাথায় ৪ টি সেলাই দেয়া হয়েছে।এছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুইয়া ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।এ ঘটনায় রাত ১০ টায় উপজেলার ঠাকুর বাজার ও কালিবাড়ি এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ