ঢাকা | বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে সম্পদ না দেওয়ার জন্য কারণে সামাজিক যোগাযোগ'র মাধ্যমে সন্মান ক্ষুন্ন

ভুক্তভোগী স্বর্ণা বলেন আমার স্বামী জাতীয় পার্টি এমপি নির্বাচন
  • আপলোড তারিখঃ 26-09-2024 ইং
পূর্ব শত্রুতার জেরে সম্পদ না দেওয়ার জন্য কারণে সামাজিক যোগাযোগ'র  মাধ্যমে সন্মান ক্ষুন্ন ছবির ক্যাপশন: ভুক্তভোগী স্বর্ণা
বিশেষ প্রতিবেদক। 

ভুক্তভোগী স্বর্ণা বলেন আমার স্বামী জাতীয় পার্টি এমপি নির্বাচন করেছে।মেয়র নির্বাচন করেছে।আমি কল্যাণ সমিতির নির্বাচন করেছি ক্লাবে নির্বাচন করেছি।আর এই জন্য আমার সাথে সবার সাথে ভালো সম্পর্ক ছিলো এবং যে কোন অবস্থায় উওরা গেলে আমি একটা সম্মান পেতাম এবং এখন ও পাই।কিন্তু এরা আমার সাথে এই আচরণ করছে শুধু তার বাবার সম্পত্তি থেকে আমাকে বাদ দেওয়া জন্য।ফেসবুক থেকে আমার ছবি নিয়ে আমাকে বিভিন্নভাবে  হয়রানি করছে শুধু সম্পদ না দেওয়ার জন্য কিন্তু আমার একটি ভিডিও ভাইরাল করে অনলাইনে যা আমার মান ক্ষুন্ন হয়।

বিগত দিনে গাইবান্ধায় আমি ৫০০ লোক এর জন্য বন্যা ত্রান নিয়ে যাই মানুষের জন্য করে গেছি ইতিমধ্যে মুক্তি বাংলা চেতনায় একটু ফেসবুক পেজে আমাকে নিয়ে বিভিন্ন হয়রানি মূলক ও মান ক্ষুন্ন পরিকল্পনা চালিয়ে যাচ্ছে আমি যাতে প্রতীক সম্পত্তি যাতে না পাই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯/৫০/৫১ নং ওয়ার্ড থেকে আমার এই সব সম্মান ও সুনাম আমার মৃত স্বামী বাহাউদ্দিন বাবুলের দুই ছেলে তার বাবার সম্পত্তি থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য আমার সাথে আজকে এই ব্যবহারটা করতেছে।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ