ঢাকা | বঙ্গাব্দ

সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জিম্মা জামিনে মুক্ত

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জিম্মা
  • আপলোড তারিখঃ 02-09-2024 ইং
সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জিম্মা জামিনে মুক্ত ছবির ক্যাপশন: সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জিম্মা জামিনে মুক্ত
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জিম্মা জামিনে মুক্তি পেয়েছেন।গতকাল সোমবার ২ রা সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সালেহ উদ্দিনের জিম্মায় জামিন হয় তার।এর আগে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারের পর ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রবিউল হোসেন ভূঁইয়া জানান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫ থানায় মামলা রয়েছে।আনোয়ার হোসেন মঞ্জুর জিম্মানামায় বলা হয়েছে "আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করামাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো।মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির করবো। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইন আমলে আসবো।"

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী।এর আগে তিনি আরও ২বার ২টি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ৬বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির (জেপি) নেতা।তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা।আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ