ওয়াদুদ আহমেদ
করেসপন্ডন্ট,কালীগঞ্জ লালমনিরহাট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাট রেলওয়ে বিভাগে আন্তঃনগর ট্রেনসহ সকল ধরনের ট্রেন টানা ৮দিন বন্ধ থাকার পর পুনরায় চলু হয়েছে।অদ্য ১৪ ই আগস্ট বিকেল ৩টা পর্যন্ত রেলওয়ে বিভাগীয় স্টেশন থেকে ৬টি ট্রেন ছেড়ে গেছে এবং ৪টি ট্রেন স্টেশনে প্রবেশ করেছে।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংস ঘটনা এড়াতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গত ৪ ই আগষ্ট থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রনণালয়। তখন থেকেই রেলের অন্যান্য বিভাগের মতো লালমনিরহাট রেলওয়ে বিভাগ সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে।টানা ৮দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে কমিউটার ও লোকাল মেইল ট্রেন চলাচল শুরু করেছে।তবে অভ্যন্তরীণ ও ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলো আগামী ১৫ আগষ্ট চালু করা হবে বলেও জানান রেল বিভাগ।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরের ডিভিশনাল ট্রাফিক অফিসার (ডিটিও) আবদুল্লাহ আল মামুন ও লালমনিরহাট রেলওয়ে স্টেশনমাস্টার আবদুর রহমান বলেন লোকাল ও মেইল ট্রেনগুলো চলাচল শুরু করা হয়েছে। আগামী বৃহস্পতিবার আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলো নির্ধারিত গন্তব্যের মধ্যে চলাচল শুরু করার সিদ্ধান্ত রয়েছে।