ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবানঃ বিএমএসএফ

অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহবান জানিয়ে নিরাপদে কাজের সুযোগ দিতে অনুরোধ
  • আপলোড তারিখঃ 17-08-2024 ইং
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবানঃ বিএমএসএফ ছবির ক্যাপশন: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন
অলিউল হোসেন সুমন,
রিপোর্টার,দৈনিক প্রথম সকাল।

অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহবান জানিয়ে নিরাপদে কাজের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।তিনি বলেন দেশের সাংবাদিকরা ভালো নেই, এখনও পদেপদে তারা হয়রাণী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এমনটাতো হবার কথা ছিল না।এমন পরিস্থিতি থেকে তারা উত্তরণের পথ হিসেবে সাংবাদিক সুরক্ষা আইনই কেবল সামনে দেখছেন।

সাংবাদিকদের গায়ে দলীয় রং লাগিয়ে তাদের উপর হামলা,মামলা,হয়রাণীসহ বাড়িঘর-অফিস ভাংচুর ও দখল চলছে।প্রকৃত সাংবাদিকদের কোন রাজনৈতিক দল থাকতে পারেনা,তাদের পরিচয় একটাই তারা সাংবাদিক। শুক্রবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ)'র ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে হোটেল পর্যটন (রফটফ)'এ বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু,সহ- সাংগঠনিক সম্পাদক আনিস লিমন,মারুফ হোসেন,
আল রাফি,সুমন খান,জেএফ শাহিন,
শিউলি আক্তার,সাইফুল ইসলাম একা,
হাবিবুর রহমান স্বাধীন ও জাকির হোসেন প্রমূখ।

সাংবাদিকদের দাবী,অধিকার এবং মর্যাদা রক্ষার ১৪ দফা দাবীর প্রতি সমর্থনকারীদের সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর শাখায় ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটিতে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজকে আহবায়ক মনোনীত করা হয়।

এছাড়া যুগ্ম আহবায়করা হলেন জাকির হোসেন (স্টাফ রিপোর্টার দৈনিক যায়যায় দিন),শাহিনা আক্তার (দৈনিক অন্যায়ের চিত্র),জাকির হোসেন পাটোয়ারী (সিনিয়র রিপোর্টার এশিয়ান টেলিভিশন),মাহবুব আলম (স্টাফ রিপোর্টার,বাংলা পোর্টাল),সাইফুল ইসলাম একা (স্টাফ রিপোর্টার দৈনিক তৃতীয় মাত্রা)।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ