বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
'শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' এই প্রতিপাদ্যে সদর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।এ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে র্যালী ও পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারী কলেজের প্রভাষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাঃ জোনাব আলী,চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাস্সির মোঃ মুহসিন আলী,পলশা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ একরামুল হক,টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজাম্মেেল হক জামিল,পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক নাজিফা সামসদ, রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমূখ।
কেজিপুর কলেজের গ্রন্থাগারিক মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল আলীম, আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এতাহার আলী, কারবালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ কয়েক শ' শিক্ষক।
বিশ্ব শিক্ষক দিবসের বক্তব্যে শিক্ষকরা তাদের দুঃখ-দুর্দশা লাঘবে বেতন বৈষম্যের নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সরকারের কাছে তাদের দাবির কথা পৌছানোর অনুরোধ জানান। সভপতির সমাপনী বক্তব্যে তাছমিনা খাতুন শিক্ষকদের দাবির বিষয়টি তৈরী করে দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌছাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।