সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল।অদ্য বৃহস্পতিবার ৩ রা অক্টোবর বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আয়োজিত মত-বিনিময় সভায় তিনি এ কথা বলেন।উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেন সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল করা হবে।পর্যায়ক্রমে দেশের সব কালাকানুন বাতিল হবে।ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টে (ডিএসএ) হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছ।