ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্রদের মাঝে বিনা মুল্যে ভ্যানগাড়ী
  • আপলোড তারিখঃ 17-10-2024 ইং
মিরপুরে দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ ছবির ক্যাপশন: মিরপুরে দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্রদের মাঝে বিনা মুল্যে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।বন্ধন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমলায় বন্ধন সংস্থার কার্যালয়ে এ ভ্যানগাড়ী বিতরণ করা হয়।সংস্থার সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুরাদ হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,মিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী,বন্ধন সংস্থার পরিচালক তাহাজ্জেল হোসেন,জনসেবা সংস্থার পরিচালক আতিয়ার রহমান,বন্ধন সংস্থার সমন্বয়কারী ওবায়দুল হক,খায়রুল আলম, রাকিব,ওমর ফারুক প্রমুখ।এ সময়ে অতিথিবৃন্দ ১০ জন হতদরিদ্রদের মাঝে ১০ টি ভ্যানগাড়ী বিতরণ করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ