বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
ঢাকা জেলার দোহার উপজেলায় নাজমুল (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।অদ্য শুক্রবার ১৮ ই অক্টোবর সকালে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাজমুল উপজেলার ইকরাশি এলাকার আলী বেপারীর ছেলে।স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার সকালে বাঁশতলা বাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাজমুল।
এ সময় একটি মোটরসাইকেল যোগে তিন যুবক এসে চায়ের দাকানে ঢুকেই নাজমুলকে কোপাতে থাকে।এ সময় নাজমুল নিস্তেজ হয়ে পড়লে ঘাতকরা
ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় নাজমুলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।