ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ

লালমনিরহাটে ৫৪ তম মহান বিজয় দিবসের
  • আপলোড তারিখঃ 16-12-2024 ইং
লালমনিরহাটে বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ ছবির ক্যাপশন: লালমনিরহাটে বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।  

লালমনিরহাটে ৫৪ তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬.৪২ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।পরে জেলা প্রশাসক লালমনিরহাট এইচ এম রকিব হায়দার এঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করেন।পরে পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডসহ একে একে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। 

এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত,বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন লালমনিরহাট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,দিনব্যাপী বিজয় মেলা, ১১টায় মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও সম্মাননা।বিকালে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা।

সুবিধাজনক সময়ে  মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন।হাসপাতাল,জেলখানা,শিশু পরিবারসহ ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করা।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ