ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে চলমান যুদ্ধের কারণে দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি

লেবাননে চলমান যুদ্ধের কারণে ৪র্থ দফায় আরও ৩০ জন বাংলাদেশি
  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং
লেবাননে চলমান যুদ্ধের কারণে দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি ছবির ক্যাপশন: লেবাননে চলমান যুদ্ধের কারণে দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।  

লেবাননে চলমান যুদ্ধের কারণে ৪র্থ দফায় আরও ৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।গতকাল সোমবার ২৮ শে অক্টোবর রাতে এসব বাংলাদেশি দেশে ফিরেন।এ নিয়ে মোট  ১৮০ জন বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন।আজ মঙ্গলবার ২৯ শে অ‌ক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ‌্য জানা যায়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,বাংলাদেশ দূতাবাস,বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার ৩য় দফায় সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) ৩১ বাংলাদেশি ঢাকায় পৌঁছেন।বৈরুতে বাংলাদেশি দূতাবাসের তথ্য অনুযায়ী,দেশে ফেরার জন্য লেবাননে ১ হাজার ৮০০ জনেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন।তাদের ধীরে ধীরে দেশে ফিরিয়ে আনা হবে। 








নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ