ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরের পেয়ারা বাড়ি এখন পরিত্যক্ত ভুতের বাড়ি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাতিয়ান ইউনিয়ন এর ভারল গ্রামে অবস্থিত এই পুরাতন বাড়ি।১৯৪৮ ইং
  • আপলোড তারিখঃ 30-08-2024 ইং
কুষ্টিয়ার মিরপুরের পেয়ারা বাড়ি এখন পরিত্যক্ত  ভুতের বাড়ি ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মিরপুরের পেয়ারা বাড়ি এখন পরিত্যক্ত ভুতের বাড়ি
মোঃ মাহাফুজ আনাম, রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাতিয়ান ইউনিয়ন এর ভারল গ্রামে অবস্থিত এই পুরাতন বাড়ি।১৯৪৮ ইং সালে এই বাড়ি টি প্রতিষ্ঠিত করেন ভারল গ্রামের সম্মানিত ব্যাক্তিত্ব,পাকিস্তান আমলের পুলিশ কমিশনার মরহুম সৈয়দ আলী বিশ্বাস।পুলিশ কমিশনার এর ৪ ছেলে মৃত আবু সাইদ,পেয়ারা,মিনু,ছিটু।মৃত পেয়ারার নামনুসারে বাড়ীর নামকরণ করা হয় পেয়ারা বাড়ী।

পোড়াদহ রেলওয়ের সুনামধন্য চিকিৎসক মরহুম ডাঃ আবু সাঈদ বিশ্বাস এর পিতৃক বাড়ি।বাড়ির পাশে শত বছরের পুরাতন পুকুর ঘাট রয়েছে, জমিদার বাড়ির আদলে তৈরি বাড়িটি এখন পরিত্যক্ত ভুতের বাড়ি হয়ে রয়েছে।বাড়ির পাশের জনবসতি ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটিতে অনেক দর্শনার্থীরা ভীড় করেন সুন্দর্য উপভোগ করতে।এবং অনেক সময় ভুতুড়ে শর্ট ফ্লিম করতেও দেখা যায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দের।বাড়িটিতে বসবাসের কেউ না থাকলেও,পূর্ব পুরুষদের স্মৃতি হিসেবে বাড়িটি সংরক্ষণ করছেন মরহুম ডাঃ আবু সাঈদ বিশ্বাস এর ছোট ছেলে মোহাম্মদ জামী সাঈদ।বাড়িটির অবস্থান কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন এর ভারল গ্রামে,ভারল বাজার থেকে ২ মিনিটের পথ।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ