ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরের কাফরুলে রান্নার সময় আগুনে জোড়া দম্পতিসহ দগ্ধ ৫

মিরপুরের কাফরুল এলাকায় রান্নার সময়
  • আপলোড তারিখঃ 10-11-2024 ইং
মিরপুরের কাফরুলে রান্নার সময় আগুনে জোড়া দম্পতিসহ দগ্ধ ৫ ছবির ক্যাপশন: মিরপুরের কাফরুলে রান্নার সময় আগুনে জোড়া দম্পতিসহ দগ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।    

মিরপুরের কাফরুল এলাকায় রান্নার সময় আগুনে জোড়া দম্পতিসহ দগ্ধ ৫ জন দগ্ধ হয়েছে।তাদের ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।গতকাল রবিবার ১০ ই নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১৩ নতুন বাজার স্টিল ব্রিজ এলাকার একটি দোতলা বাড়ির নিচতলায় ঘটনাটি ঘটে।দগ্ধরা হলঃ-মোঃ রাজিব মিয়া (২১) তার স্ত্রী সুমি আক্তার (১৮),সুমন মিয়া (২৫) তার স্ত্রী সুবর্ণা আক্তার (২২) ও একই বাড়ির ভাড়াটিয়া শাহানা আক্তার (২২)।

তাদের অধিকাংশই পোশাক শ্রমিক। ডিউটি শেষ করে রান্না করার সময় হঠাৎ গ্যাসের প্রভাবে আগুনের ফুলকি সৃষ্টি হয়।এতে তারা দগ্ধ হন।পোড়ার পরিমাণ খুব বেশি নয়।ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডাঃ শাওন বিন রহমান জানান মিরপুর এলাকা থেকে ৫জন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।তাদের শরীরের দগ্ধতা তেমন বেশি নয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ