ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার’র সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘চাঁপাই দর্পণ’
  • আপলোড তারিখঃ 18-09-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার’র সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার’র সৌজন্য সাক্ষাৎ
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘চাঁপাই দর্পণ’ পরিবার ও চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সদস্যরা।অদ্য বুধবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর হাতে ফুলেল শুভেচ্ছা জানান ‘চাঁপাই দর্পণ’ পরিবার ও চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সদস্যরা।

এসময় কুশল বিনিময় ও জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাস্তার ধারে ও বিভিন্ন পতিত জমিতে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার বিষয়ে আলোচনা হয়।‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র আয়োজনে আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করার অনুরোধ জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক,চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র জেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম রঞ্জু। জেলা প্রশাসক প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য কবি এনামুল হক,কবি ফারুকা বেগম, গৌরি চন্দ সিতু, চাঁপাই দর্পণ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু।এসময় জেলার প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর প্রস্তুতি সভা হয় গত রবিবার ১৫ ই সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক (শিল্পকলা মার্কেট) এর ৪র্থ তলায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব কার্যালয়ে (প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর অস্থায়ী কার্যালয়)।প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও বিভিন্ন পতিত জমিতে সহস্রাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় জেলা সমন্বয়ক ও চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু বৃক্ষ রোপন কর্মসূচীর সকল বিষয় তুলে ধরেন।সভায় চারা সংগ্রহ, প্রতিষ্ঠান ও স্থান নির্ধারণ,অতিথিদের সাথে আলোচনা করে চারা রোপন ও বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ