জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
চট্রগ্রামের পটিয়া চাঁনখালী খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।অদ্যশনিবার ২৮ শে সেপ্টেম্বর সকালে মরদেহটি খালের জোয়ারে খালের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল।এ সময় ইন্দ্রপুল ব্রিজের নিচে রশি দিয়ে মরদেহটি আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।অজ্ঞাত ঐ যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট আর হাফহাতা পলো টিশার্ট। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন পটিয়া চাঁনখালী খালে বস্তাবন্ধি একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।মরদেহটির পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।