ঢাকা | বঙ্গাব্দ

ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ ৫ জন আটক

অদ্য সোমবার ২রা ডিসেম্বর সকালে উপজেলার
  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং
ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ ৫ জন আটক ছবির ক্যাপশন: ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ ৫ জন আটক
খন্দকার নিরব,তজুমদ্দিন,ভোলা।

ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।অদ্য সোমবার ২রা ডিসেম্বর সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা জমাদার বাড়ি এলাকার আরিফের মাছের ঘেরের টংঘর থেকে তাদের আটক করা হয়েছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে ৫ জনকে একটি মাছের ঘেরের টং ঘর থেকে আটক করে।এসময় তাদের তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা টেবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে মামলা নং আটককৃত আসামিরা হলো,শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ সিরাজ (৩৫), নুরুজ্জামানের ছেলে তাজুল (২৯), তোফাজ্জলের ছেলে মোঃ আকতার (২৪),উত্তর চাচড়া ৪নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মোঃ আরিফ (১৯), লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ তামিম (১৯)।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ