ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচী পালন

সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি,দমন-পীড়ন বন্ধ,কারফিউ তোলা,আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যাহার,বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো খুলে দেওয়া
  • আপলোড তারিখঃ 31-07-2024 ইং
ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচী পালন ছবির ক্যাপশন: ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচী পালন

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি,দমন-পীড়ন বন্ধ,কারফিউ তোলা,আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যাহার,বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো খুলে দেওয়া এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে লালমনিরহাটে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে।অদ্য বুধবার ৩১ শে এপ্রিল বিকাল সাড়ে ৪টায় লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এক পর্যায়ে প্রতিবাদ মিছিলটি লালমনিহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এলে পুলিশি বাঁধায় আর এগুতে পারেনি।পরে সেখানেই ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচী পালন করে।এসময় সড়কের উভয় পাশে লম্বা লাইনে শত শত যানবাহন আটকা পড়ে।এসময় বক্তব্যে শিক্ষার্থীরা বলেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতকারীরা ঢুকে বিশৃঙ্খলা করেছে।প্রশাসনের দায়িত্ব তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।কিন্তু তারা তা না করে সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার করছে।শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে অভিভাবকদের বিরক্ত করছে।


এ সময় তারা পুলিশের কঠোর সমালোচনা করে হুশিয়ারি দিয়ে বলেন ৯ দফা দাবী মেনে নেওয়া না হলে তাদের আন্দোলন চলবে।পরে বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা পুনরায় বিক্ষোভ মিছিলসহ ফিরে যায়। 












নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ