ঢাকা | বঙ্গাব্দ

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি'র একগুচ্ছ কর্মসূচি গ্রহণ

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একগুচ্ছ
  • আপলোড তারিখঃ 12-12-2024 ইং
মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি'র একগুচ্ছ কর্মসূচি গ্রহণ ছবির ক্যাপশন: মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি'র একগুচ্ছ কর্মসূচি গ্রহণ
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।গতকাল বৃহস্পতিবার ১২ ই ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলোঃ-
 
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।এ দিবস উপলক্ষে আগামীকাল ১৩ ই ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ২টায় আলোচনা সভার আয়োজন করা হবে।১৪ ই ডিসেম্বর সকালে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব স্তরের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।  

বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে সুরা ফাতেহা পাঠ করা হবে।মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ই ডিসেম্বর বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচলা সভা অনুষ্ঠিত হবে।  

দিবসটি উপলক্ষে ১৬ ই ডিসেম্বর "সবার আগে বাংলাদেশ" এর উদ্যোগে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।বিজয় দিবস উপলক্ষে দলের চেয়ারপার্সনের কার্যালয় ও কেন্দ্রীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হবে।মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় সুবিধা অনুযায়ী কর্মসূচি পালন করবেন।  


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ