ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কনস্টেবলকে ধরাল অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার জনপদ মোড়ে ডিউটি করার সময় আশরাফ আলী
  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কনস্টেবলকে ধরাল অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন: রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কনস্টেবলকে ধরাল অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার জনপদ মোড়ে ডিউটি করার সময় আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ কনস্টেবলকে ধরাল অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।গটকাল শুক্রবার ১৩ ই সেপ্টেম্বর রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন যাত্রাবাড়ী জনপদ মোড়ে ডিউটি করার সময় ট্রাফিক পুলিশ সদস্য আশরাফ আলীকে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।পরে গুরুতর আহত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছে।ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছেন। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ