কে এম সাইফুর রহমান,রেসপন্ডেন্ট,গোপালগঞ্জ।
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ ইং পালন করা হয়েছে।গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অদ্য শনিবার ১৪ ই ডিসেম্বর সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরের "জয়বাংলা" পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃমিজানুর রহমান শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল শহীদের প্রতি সশস্ত্র সালাম জানান।
পরে মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসন,জেলা বিএনপির নেতৃবৃন্দ,জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।এরপর আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।পরে সদর উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ই ডিসেম্বর সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।
এসময় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামসুল আরেফীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন,র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক,জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ ফয়জুল মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রাফিক শরীফ,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশীদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।তাছাড়া সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ,মন্দির,গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী,টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ ইং পালন করা হয়েছে।