রুবেল রানা,জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
প্রতি বছরের ন্যয় এ বছরও সদর উপজেলার শীবগঞ্জে “লাভ শেয়ার বিডি”ঠাকুরগাঁও’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অদ্য বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শীবগঞ্জ মাদ্রাসা সংলগ্ন মিল চাতালে এ বিতরণ অনুষ্ঠিত হয়।“নিজেকে দিয়ে শুরু” এই শ্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন “লাভ শেয়ার বিডি”ঠাকুরগাঁওয়ের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস. এম. মজিদুল ইসলাম,আশ-রুবী গ্রুপের চেয়ারম্যান এস.এম. মেরাজুল ইসলাম,জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম “লাভ শেয়ার বিডি”ঠাকুরগাঁওয়ের হোসাইনুজ্জামান রাজা,মোঃ আনিসুর রহমান মিঠু, মোঃ গোলাম ফারুক ও মো: রিয়াজ উদ্দিন।
এ সময় শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।উল্লেখ্য “লাভ শেয়ার বিডি”একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।সংগঠনের ঠাকুরগাঁও শাখার পক্ষ থেকে ইতিপূর্বেও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।