ঢাকা | বঙ্গাব্দ

সেনানিবাস না থাকলে কক্সবাজার মিয়ানমারের আরাকান আর্মি দখল করে নিতঃ সাইমুম সরওয়ার

কক্সবাজারে সেনানিবাস না থাকলে এতো দিনে ঐ এলাকা মিয়ানমারের আরাকান আর্মি দখল করে নিত বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার
  • আপলোড তারিখঃ 23-06-2024 ইং
সেনানিবাস না থাকলে কক্সবাজার মিয়ানমারের আরাকান আর্মি দখল করে নিতঃ সাইমুম সরওয়ার ছবির ক্যাপশন: সেনানিবাস না থাকলে কক্সবাজার মিয়ানমারের আরাকান আর্মি দখল করে নিতঃ সাইমুম সরওয়ার (ফাইল ছবি)

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।


কক্সবাজারে সেনানিবাস না থাকলে এতো দিনে ঐ এলাকা মিয়ানমারের আরাকান আর্মি দখল করে নিত বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার।গতকাল রবিবার ২৩ শে জুন রাতে জাতীয় সংসদে ২০২৪-২৫ ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন কক্সবাজার-৩ আসনের এই সংসদ সদস্য।তিনি সংসদের হুইপও।


মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কক্সবাজার-৩ আসনের (কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা) এই সংসদ সদস্য বলেন মিয়ানমারের আরাকান আর্মি সশস্ত্র লড়াই করছে।আমার নির্বাচনী এলাকা থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান।মাননীয় প্রধানমন্ত্রী সেনানিবাস না দিলে আজ কক্সবাজার অনিরাপদ হয়ে যেত।এতো দিনে তারা দখল করে ফেলত।মাননীয় প্রধানমন্ত্রী ইতি মধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছেন সেনানিবাসের জন্য।আমাদের রক্ষিত করেছেন।


উল্লেখ্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দেশটির জান্তা সরকার উৎখাতে লড়াই করছে।তারা রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবী জানিয়ে আজ সংসদে সাইমুম সরওয়ার আরও বলেন বাংলাদেশ,ভারত,ভুটান,নেপাল,মালদ্বীপ,শ্রীলঙ্কা নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করতে হবে।তাহলে বাংলাদেশের নিরাপত্তা বাড়বে, ভারতের নিরাপত্তা বাড়বে। 






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ