ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ছিনতাইয়ের অভিযোগে একজন গ্রেফতার

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে একজনকে
  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ছিনতাইয়ের অভিযোগে একজন গ্রেফতার ছবির ক্যাপশন: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ছিনতাইয়ের অভিযোগে একজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম রাব্বি।গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটা রিচালিত মিশুক জব্দ করা হয়।খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন মোছাঃ রত্না আক্তার নামে এক নারী গতকাল মঙ্গলবার ১ লা অক্টোবর সকালে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ৪ জন ব্যক্তি তার পথরোধ করে।তারা ভয় দেখিয়ে রত্না আক্তারের একটি মোবাইল ফোন,একটি স্বর্ণের আংটি ও ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় রত্না আক্তারের স্বামী ৪ জনের নামে খিলগাঁও থানায় মামলা রুজু করেন।গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গতকাল রাত সাড়ে ৭টায় খিলগাঁও থানার গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রাব্বিকে গ্রেফতার করে।পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃত রাব্বিকে আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ