ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

কুষ্টিয়া, মিরপুর, প্রেসক্লাব, উদ্যোগ, বৃক্ষ,রোপন, কর্মসূচী, উদ্বোধন
  • আপলোড তারিখঃ 24-05-2024 ইং
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টয়া।


কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।গাছ লাগান পরিবেশ বাঁচান" এই শ্লোগানে গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর রেলওয়ে ষ্টেশনে এ বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়।


এ সময়ে প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস,রাজশাহী মেডিকেল কলেজের সহকারী রেজিষ্ট্রার ডাঃ আব্দুর রকিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার,সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু,সহ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান,প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ সময়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ রেলওয়ে ষ্টেশনে বকুল ফুল ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।বৃক্ষরোপন উদ্বোধনকালে প্রেসক্লাব সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস বলেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে।ফলে তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তাপমাত্রা থেকে রক্ষা পেতে বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন।আমাদের নিজে নিজ উদ্যোগে যতটুকু পারা যায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ