ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

জয়পুরহাট, হত্যা ,মামলা,বাবা,ছেলে,সহ,জন, যাবজ্জীবন
  • আপলোড তারিখঃ 28-05-2024 ইং
জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন ছবির ক্যাপশন: জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

বিশেষ প্রতিবেদক,জয়পুরহাট।


জয়পুরহাট জেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাইদুল হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা,অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দেওয়া হয়।অদ্য মঙ্গলবার ২৮ শে মে দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।


দন্ডপ্রাপ্ত আসামীরা হলোঃ- জয়নাল মন্ডল,মোজাম্মেল হক,মোফাজ্জল হোসেন,মোস্তফা,মোসফর আলী,মাহফুজার রহমান,মাসুদ,মামুনুর রশীদ,সামসুদ্দিন ও বেলাল হোসেন।এরা সবাই কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় জয়নাল ছাড়া অন্য আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।


মামলার বিবরণে জানা গেছে ২০১৫ ইং সালের ৫ ই জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিলেন।তখন সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করে রক্তাক্ত জখম করেন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।পরে ১৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুলের মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় ১টি হত্যা মামলা দায়ের করলে শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ