ঢাকা | বঙ্গাব্দ

জাহাজ এলেই কক্সবাজার ছাড়বেন ১৩৪ বিজিপি-সেনা সদস্য

জাহাজ, এলেই, কক্সবাজার, ছাড়বেন,বিজিপি,সেনা ,সদস্য
  • আপলোড তারিখঃ 09-06-2024 ইং
জাহাজ এলেই কক্সবাজার ছাড়বেন ১৩৪ বিজিপি-সেনা সদস্য ছবির ক্যাপশন: জাহাজ এলেই কক্সবাজার ছাড়বেন ১৩৪ বিজিপি-সেনা সদস্য

রেজাউল করিম,করেসপন্ডেন্ট সদর,কক্সবাজার।


মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে অপেক্ষারত আছেন মিয়ানমারের ১৩৪ বিজিপি ও সেনা সদস্য।এর আগে সকাল ৬টায় টেকনাফের হ্নীলা থেকে বিজিবির কঠোর নিরাপত্তায় বাস যোগে তাদের এই ঘাটে আনা হয়।পরে সেখানে উপস্থিত হন বিজিবির উর্ধতন কর্মকর্তা ও মিয়ানমার দূতাবাসের ৪ কর্মকর্তা।


ইতি মধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে সে দেশের দূতাবাস কর্মকর্তাদের আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে।এখন অপেক্ষা জাহাজের। ঘাটে জাহাজ এলেই কক্সবাজার ছাড়বেন তারা।মুলত মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে মিয়ানমার থেকে ১৩৪ বিজিপি ও সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।কাল রবিবারবার দেশে ফিরে যাবেন তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে ৪৫ বাংলাদেশি দেশের উদ্দেশে রওনা হয়েছেন।মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফেরার পথে রয়েছেন তারা।


গতকাল শনিবার৮ ই জুন বিকাল ৫টায় দেশটির রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন।রবিবার ভোরে তাদের দেশে ফেরার কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারের উইংয়ের মহাপরিচালক মিয়া মোঃ মাঈনুল কবির বলেন মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন ভোরে ৪৫ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে।এই জাহাজে করেই মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জের ধরে পালিয়ে আসা দেশটির ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্য ফেরত যাবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৪৫ বাংলাদেশি বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক হন।পরে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।এখানে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছে।ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের অবিচল প্রচেষ্টার ফলে ৪৫ বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।


এর আগে ২৫ এপ্রিল ২য় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ বিজিপি ও সেনা সদস্য মিয়ানমার ফেরত গিয়েছিলো।সেবারে মিয়ানমার থেকেকারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ জন বাংলাদেশি।তারও আগে ১৫ ই ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।


২৫ শে এপ্রিল থেকে ৫ ই মে পর্যন্ত কয়েক দফায় আরও ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা বিজিবির হেফাজতে রয়েছেন। কাল রোববার তারাই ফেরত যাবেন।






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ