বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
জাতীয় সংসদের জন্য ২০২৪-২০২৫ ইং অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন।যা চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে সংশোধিত বাজেটের থেকে প্রায় ২৩ কোটি টাকা বেশি।চলতি বছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩২৪ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৮ শে মে বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশন সদস্য সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের।বিশেষ আমন্ত্রণে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
কমিটি সূত্র জানায় বৈঠকে আলোচ্য সূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।এরপর আলোচনা শেষে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।এছাড়া বৈঠকে জাতীয় সংসদের ২৫-২৬ ইং অর্থ বছরে ৩৮২ কোটি ৭৬ লক্ষ টাকা এবং ২৬-২৭ ইং অর্থ বছরে ৪২০ কোটি ৯৭ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠকের শুরুতে বিগত ৩৪তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য-বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়।উল্লেখ্য সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।এছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।