নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রবল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ শেষে অদ্য বৃহস্পতিবার ৩০ শে মে দুপুরে কলাপাড়ায় মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দেশনেত্রী,বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। আর ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকার এসেছে বলেই এই উপকূলীয় অঞ্চলে শান্তি এসেছে। অনেকেই ক্ষমতায় ছিল কিন্তু কেউ তা পারেনি।এই অঞ্চলের বাংলাদেশের কেউ ভূমিহীন থাকবে না।উপকূলীয় অঞ্চলে সবাইকে ঘর করে দিয়েছি।ঘূর্ণিঝড়ে আমাদের দেওয়া কোনো বাড়ি নষ্ট হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাআরও বলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট-বাঁধ মেরামত শুরু হয়ে গেছে।আমরা উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেবে।যাতে কোনো দুর্যোগে সেগুলো নষ্ট না হয়।প্রধানমন্ত্রী বলেন দল ও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।সব ধরনের সহযোগিতা দিবে সরকার।অতীতে এমন দুর্যোগ হয়েছে কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি।দুর্যোগ আসবেই কিন্তু তা মোকাবিলা করে টিকে থাকার সামর্থ অর্জন করতে হবে।সেটাই আওয়ামী লীগের লক্ষ্য।
ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা পরিদর্শনে বেলা পৌনে ১২টার দিকে পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন তিনি।