ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব

কক্সবাজার, ডাকাত, প্রস্তুতি,দেশীয়, অস্ত্র,গ্রেফতার, করেছে ,র‍্যাব,অপরাধ
  • আপলোড তারিখঃ 30-05-2024 ইং
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব ছবির ক্যাপশন: কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব

জেলা করেসপন্ডেন্ট,কক্সবাজার।


কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।অদ্য বৃহস্পতিবার ৩০ শে মে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ  সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সুপার জানান গতকাল বুধবার মধ্যরাতে নবগঠিত ঈদগাঁও উপজেলার ভাদিতলা এবং কক্সবাজার সদর উপজেলার কুলিয়াপাড়ায় পৃথক এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


র‍্যাব'র এ কর্মকর্তা জানান গতকাল বুধবার মধ্যরাতে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা এলাকায় জনৈক রাইটার মিজানের চিকনপাতা গাছের বাগানে কতিপয় অস্ত্রধারী লোকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে খবরে র‍্যাব'র একটি দল অভিযান চালায়।সেখানে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রসহ ১০-১৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন।এ সময় ৯ জনকে গ্রেফতার করা গেলেও বাকিরা পালিয়ে যান।তাদের কাছে পাওয়া যায়ঃ- ২টি কিরিচ দা, ১টি লোহার রড,১টি লাঠি,২টি টর্চ লাইট,১ টুকরো লম্বা রশি, ৯টি মোবাইল ফোন ও ৩ হাজারের বেশি নগদ টাকা।


গ্রেফতারকৃ্তরা কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।তারা হলো আসিফুর রহমান আসিফ (২১),মোঃ আব্দুল জলিল ওরফে কায়সার (২২),আব্দুল্লাহ আলম মুহিম (২৩),মোঃ নাহিম (২১),সাজ্জাদ মিয়া (২১),শাহরিয়াজ ওসমান হৃদয় (২০), মোঃ ইসমাইল উদ্দিন ওরফে গুরা মিয়া (২০),আব্দুল মালেক ওরফে মালেক (২৪) ও মোঃ পারভেজ (২৩)।এদিকে গতকাল বুধবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পৃথক আরেকটি  অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব'র জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী।


র‍্যাব'র জ্যেষ্ঠ সহকারী পরিচালক বলেন কক্সবাজার শহরের পর্যটন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে কতিপয় লোকজন সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় জড়ো হয়েছেন বলে খবর পায় র‍্যাব।র‍্যাব'র ১টি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা দিগ্বিদিক দৌড়ে পালানোর চেষ্টা চালান।এ সময় আটজনকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা।তাদের কাছে পাওয়া যায়-১টি রামদা,৩টি ছোরা,১টি কুড়াল,১টি লোহার পাইপ, ১টি কাঠের লাঠি ও ১টি টর্চ লাইট। 


র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব) জানায় গ্রেফতারকৃত আসামীরা সবাই সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য।তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে বলে জানান মোঃ আবু সালাম চৌধুরী। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ