মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্ঠিয়া।
"স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধায়নে ৮ থেকে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
অদ্য ৮ ই জুন শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি কাজী মোঃ মেশকাতুল ইসলাম।এ সময় সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি,অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা তার বক্তব্যে বলেন মিরপুর উপজেলা ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত করা হবে।যাতে করে মিরপুর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষজন ভূমি অফিসার আশেপাশের ওত পেতে থাকা দালালদের খপ্পরে না পড়ে এবং তারা সঠিকভাবে তাদের সেবা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মিরপুর উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন