ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 31-07-2024 ইং
লালমনিরহাটের কালীগঞ্জে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লালমনিরহাটের কালীগঞ্জে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট।


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ৭ নম্বর চলবলা ইউনিয়ন পরিষদ ৩ নম্বর ওয়ার্ড চলবলা মদনপুর ব্রি হাইব্রিড ধান ৯৮ এর ২০২৩-২৪ ইং অর্থ বছরে রাজস্ব খাতে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চলবলা মদনপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ এ মাঠ দিবসের আয়োজন করে।


কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ সাইখুল আরেফিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সিফাত জাহান,কৃষক অনিল চন্দ্র,মাসুদ রানা প্রমূখ।মাঠ দিবস থেকে জানানো হয় নতুন এ জাতের ধান হেক্টরে ১০.৫০ টন ফলন দিয়েছে।এতে কালীগঞ্জ উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ