ঢাকা | বঙ্গাব্দ

রংপুরে বাস ও সিএনজি'র মুখোমুখির সংঘর্ষে নিহত ৩ আহত ১৭

রংপুর, বাস ,সিএনজি, মুখোমুখি, সংঘর্ষ, নিহত,আহত
  • আপলোড তারিখঃ 08-06-2024 ইং
রংপুরে বাস ও সিএনজি'র মুখোমুখির সংঘর্ষে নিহত ৩ আহত ১৭ ছবির ক্যাপশন: রংপুরে বাস ও সিএনজি'র মুখোমুখির সংঘর্ষে নিহত ৩ আহত ১৭

মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।


রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের নিকটে বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মোঃ ভ্যালসা মিয়া (৩৪) এবং প্রভাষিকা দিবা রানী সরকার (৩৫) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের গার্ড মেহেরুল ইসলাম নামের একজন আনসার সদস্য নিহত ৩ জন ও  দুটি পরিবহনের ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।আহতদের মধ্যে সিএনজি'র ৪ যাত্রী ও বাসের হেল্পার এই ৫ জন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,তাদের শারিরীক অবস্থা খুবই আংশকাজনক।


অদ্য ৮ ই জুন ২০২৪ইং রোজ শনিবার আনুমানিক সকাল ১১টায় পাগলাপীর ডালিয়া বুড়িমারী সড়কের খলেয়া ইউনিয়নের,গঞ্জিপুরের বটতলার দক্ষিন খলেয়া বালিকা দাখিল মাদ্রাসার  সামনে এ মর্মান্তিক দূঘর্টনাটি ঘটেছে।নিহতরা হলেন সিএনজি চালক ভ্যালসা মিয়া,গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের দক্ষিন বেতগাড়ীর খাটারী গ্রামের খয়বার ব্যাপারির পুত্র এবং সিএনজি'র যাত্রী দিবা রানী সরকার-নীলফামারী জেলার সরকারি কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষিকা এবং শিব সংকরের সহধর্মিনী তিনি।


প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ জানান দূঘর্টনার স্বীকার সিএনজি গাড়িটি ৪ জন যাত্রী নিয়ে পাগলাপীর হতে কিশোরগঞ্জ যাওয়ার পথে উক্ত স্থানে গঞ্জিপুরগামী একটি রিক্সা ভ্যানকে ওভারটেক করে যাওয়ার পথে ডিমলা জলঢাকা হতে ছিড়ে আসা রংপুরগামী ঢাকা মেট্রো-জ-০৪-০১৫৯ নম্বরের যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনাস্থলে সিএনজি চালক ও চিকিৎসাধীন অবস্থায় যাত্রী প্রভাষিকার মৃত্যু হয়।


এদিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনার পর প্রায় ঘন্টা খানেক যানবাহন চলাচল বন্ধ হলে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়।পরে হাইওয়ে তারাগঞ্জ থানা ও রংপুর সদর থানা ট্রাফিক পুলিশ এর হস্তক্ষেপে পুনরায় যানবাহন চলাচর স্বাভাবিক হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ