ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর গাবতলীতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু

রাজধানী, গাবতলী,পৃথক,সড়ক ,দুর্ঘটনা,জন,মৃত্যু
  • আপলোড তারিখঃ 12-06-2024 ইং
রাজধানীর গাবতলীতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু ছবির ক্যাপশন: রাজধানীর গাবতলীতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু (প্রতীকী ছবি)

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


রাজধানীর গাবতলী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে।এক দুর্ঘটনায় শফিকুল ইসলাম সুজন (৪৭) ও আবুল হাসেম (৩৮) নামে দুজন মারা গেছেন।এছাড়া একই দিন একই এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় বাবুল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।অদ্য বুধবার ১২ ই জুন ভোর সাড়ে ৫টার দিকে গাবতলী রূপসী বাংলা হোটেলের সামনের সড়কে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শফিকুল ও হাসেম মারা যান।


এদিন ভোর সাড়ে ৬টার দিকে গাবতলী ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশের রাস্তায় সিএনজির ধাক্কায় বাবুল (৪০) নামে এক বাসের স্টাফ মারা যান।মিরপুর বিভাগের দারুস সালাম থানার (ইন্সপেক্টর অপারেশন) মোঃ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।তিনি জানান পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় গাবতলী এলাকায় ৩জন মারা গেছেন।তবে ঘটনার পরপরই একজন স্পটে মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাবুল আহত হয়ে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে মারা গেছেন।


ইন্সপেক্টর আরও জানান নিহত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন চালক ও অপরজন যাত্রী। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই চালক শফিকুল মারা যাযন।যাত্রী আবুল হাসেম শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।৩জনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ