ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
প্রাণের চেয়ে প্রিয় বন্ধুরা আমার,হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব সবার প্রতিপাদ্যে লালমনিরহাটে এসএসসি ২০০৯ ইং ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে শিক্ষা নিকেতন কিন্ডারগার্টেন স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে প্রায় ৫০জন বন্ধু অনুষ্ঠানস্থলে সমবেত হন।অদ্য বুধবার১৯ শে জুন ২০২৪ইং দিনব্যাপী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা আজিজ মিয়া,আব্দুল বারি,রেহেনা বেগম,মাওলানা আবু তাহের,মোছাঃ সফি উদ্দিন,মোছাঃ ঝর্ণা বেগম,মাহফুজা বেগমসহ একই বিদ্যালয়ের ২০০৯ ইং এর ব্যাচের সকল বন্ধু-সূজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন শেকড় মনে রাখলে তোমরা শিকড়ের কথা ভুলবে না।তারা আরও বলেন অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে আমরা এ দেশ,স্বাধীনতা ও লাল সবুজের পতাকা পেয়েছি।আমরা মনে রাখব আমাদের শেকড় কোথায়।আমাদের শেকড় হলো অতীত করে ধারণ করে চলা যেমন মুক্তিযুদ্ধ।আমরা মনে করি তোমরা যদি এ শেকড়কে মনে রাখো,তাহলে তোমরা অপরাধ জনিত কোনো খারাপ কাজে যাবে না,এটাই বিশ্বাস আমাদের। লালমনিরহাটের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয় এইচএসসি ২০০৯ ইং ব্যাচের আয়োজনে পুনঃর্মিলনী শেষে বালিশ খেলা হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০০৯ ইং ব্যাচ'র আশিকুর রহমান আশিক।