ঢাকা | বঙ্গাব্দ

শরীরে আগুন লাগিয়ে ডাঃ অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসকের আত্মহত্যা

ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডাঃ অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসক আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে।গতকাল বুধবার ২৬ শে জুন বিকেলে নিহতের মা জোসনা বসাক বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এই মামলা দায়ের
  • আপলোড তারিখঃ 26-06-2024 ইং
শরীরে আগুন লাগিয়ে ডাঃ অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসকের আত্মহত্যা ছবির ক্যাপশন: শরীরে আগুন লাগিয়ে ডাঃ অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসকের আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।


ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডাঃ অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসক আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে।গতকাল বুধবার (২৬ জুন) বিকেলে নিহতের মা জোসনা বসাক বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এই মামলা দায়ের করেন।এর আগে গত মঙ্গলবার ২৫ শে জুন সকালে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নিচতলায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।তবে এদিন বিকেলে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।


মামলার আসামি খন্দকার মাহবুব এলাহীর মা ও বাবার পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইন উদ্দিন।মৃত অপর্ণা বসাক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশ্যে লিখেছেন- "ভালো থেকো,আমি আর পারছি না।হয়ত আমিও সবার মত হেরে গেলাম।তোমাকে মুক্তি দিয়ে গেলাম"।


পুলিশ জানায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবার থেকে ঘটনাটি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্না ঘরের দরজা ভেঙ্গে মৃতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে।পরে ময়না তদন্ত শেষে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়।পুলিশ আরও জানায় ঐ নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা।তবে বিগত প্রায় ১ বছর ধরে এই নারী চিকিৎসক ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।


নিহতের মা জোসনা বসাক বলেন আমরা জানতাম খন্দকার মাহবুব এলাহীর সাথে নিয়মিত কথা বলতেন অপর্ণা।তবে তার পরিচয় আমাদের জানা নেই।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈন উদ্দিন বলেন এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।আশা করছি খুব দ্রুত আসামির পরিচয় নিশ্চিত করে তাকে আইনের আওতায় আনা হবে। 




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ