ঢাকা | বঙ্গাব্দ

পাবনার বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আম্বিয়া খাতুন (৪৭)'র জানাযা ও দাফন সম্পন্ন

পাবনার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোছাঃ আম্বিয়া খাতুন (৪৭) এর জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ১ লা জুলাই সোমবার বিকেলে দ্বিতীয় দফা জানাযা নামাজ শেষে আওতাপাড়া বাঁশেরবাদা গোরস্থানে তাকে দাফন
  • আপলোড তারিখঃ 02-07-2024 ইং
পাবনার বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আম্বিয়া খাতুন (৪৭)'র জানাযা ও দাফন সম্পন্ন ছবির ক্যাপশন: পাবনার বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আম্বিয়া খাতুন (৪৭)'র জানাযা ও দাফন সম্পন্ন

মোঃ সাইদুল ইসলাম,করেসপন্ডেন্ট,ঈশ্বরদী,পাবনা।


পাবনার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোছাঃ আম্বিয়া খাতুন (৪৭) এর জানাযা নামাজ শেষে  দাফন সম্পন্ন হয়েছে।গতকাল ১ লা জুলাই সোমবার বিকেলে দ্বিতীয় দফা জানাযা নামাজ শেষে আওতাপাড়া বাঁশেরবাদা গোরস্থানে তাকে দাফন করা হয়।গত ২৭ শে জুন বৃহস্পতিবার স্কুল শেষে সহকর্মীদের সাথে আওতাপাড়াস্থ বাড়িতে ফেরার সময় পথিমধ্যে ভ্যান গাড়ি থেকে পড়ে যান।গুরুতর আহত অবস্থায়  প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থা আশঙ্কা জনক বুঝতে পেরে চিকিৎসক আম্বিয়া ম্যডামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করেন।স্ট্রোক ও ব্রেনে রক্ত ক্ষরন জনিত জটিলতায় ৪ দিন পর সোমবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় আম্বিয়া ম্যডাম।


এ দিকে মমতাময়ী প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রিয় শিক্ষিকার বিয়োগ ব্যথায় অনেকেই দুঃখ প্রকাশ করেন।আইনি প্রক্রিয়া শেষে বেলা ৩ টার দিকে প্রিয় শিক্ষিকার মৃতদেহ বহনকারী এম্বুলেন্স বাড়ীতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।প্রিয় মানুষটিকে শেষ বারের মতো দেখতে ভিড় করেন অনেকেই।দীর্ঘ দিনের কর্মস্থল প্রিয় শিক্ষাঙ্গন বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে ১ম জানাযা নামায অনুষ্ঠিত হয়।


দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি চারন করে আবেগঘন বক্তব্য রাখেন সদ্য অবসর প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান,ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান রিপন বিশ্বাস,সাবেক প্রধান শিক্ষক শামসুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মুরাদ আলি।নুরজাহান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মাহবুবুল হক ডাগু জানাযা নামাজের পূর্বে সবার কাছে তার স্ত্রীর পক্ষ থেকে উচ্চস্বরে কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলে উপস্থিত অনেকের চোখে পানি চলে আসে।এরপর আওতাপাড়া বাঁশেরবাদা গোরস্তান সংলগ্ন ঈদগাহ ময়দানে ২য় জানাযা নামজ শেষে এখানেই মমতাময়ী,সদালাপী,বিজ্ঞ ও সবার প্রিয় এই  শিক্ষিকাকে চীর নিদ্রায় শায়িত করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ