মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।
উত্তরবঙ্গের শ্রেষ্ঠদ্বীনি বিদ্যাপীঠ ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা,রংপুর এর সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাহফুজ উর রহমান গতরাত ১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।হুজুরের চলে যাওয়াটা সত্যি ই খুব বিষাদময় প্রতিটি ছাত্র-শিক্ষক-কর্মচারী আমাদের সবার কাছে।শত ভীড়ের মাঝেও ভাইস প্রিন্সিপাল হুজুরকে অতি চেনা,অতি আপন মনে হতো।মাদ্রাসা ক্যাম্পাসটা মুখর করে রাখতেন তিনি।তার শাসন,নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলাবোধ দিয়ে।উনাকে ছাড়া ক্যাম্পাসটা বড়ই মলিন মনে হবে।তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন অত্র মাদরাসার কামিল হাদিস বিভাগের ছাত্র আঃ রহিম (সাংবাদিক)।আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইস প্রিন্সিপাল মাহফুজ উর রহমান'কে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এই দোয়াই করি।