ঢাকা | বঙ্গাব্দ

কোটা পদ্ধতি বাতিলের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং
কোটা পদ্ধতি বাতিলের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: কোটা পদ্ধতি বাতিলের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।অদ্য শনিবার ৬ ই জুলাই সকাল সাড়ে ১০টায় শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।এ সময় মহা-সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে দু'পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।ফলে চরম দুর্ভোগে পরেছেন সাধারণ যাত্রীরা।


আন্দোলনে শিক্ষার্থীরা বলেন আমরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই নাআমরা পড়াশোনা করতে চাই।কিন্তু আমাদের কিছু করার নাই।কারণ যে পরিমাণ কোটা,তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন।দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।এ সময় এক শিক্ষার্থী বলেন বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।আমরা ইতি পূর্বেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি।এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ