ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত
  • আপলোড তারিখঃ 14-12-2024 ইং
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান,বিশেষ প্রতিবেদক। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৩ ই ডিসেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল ভবনের ২য় তলায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড.হোসেন উদ্দিন শেখর।

এছাড়াও এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক 
ড.এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী,ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে  
অধ্যাপক রেজাউল করিম,পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শহিদুল ইসলাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 
নবনিযুক্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের জন্য রাজধানী ঢাকা মহানগরীর শেরেবাংলা নগরের আগারগাঁয়ে ইউজিসি ভবন সংলগ্ন জমিতে টাওয়ার 
(ভবন) নির্মাণ ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের পরবর্তী সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ 
সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ