মোঃ মানিক মিয়া,ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের" শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে আন্দোলনের মাঠে নামছে আজ ১৬ জুলাই ২০২৪ইং।তারা সকলে একত্রিত হওয়ার সময় দিয়েছে দুপুরঃ ২:৩০ মিনিট।রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ থেকে তাদের এই আন্দোলনের কার্যক্রমের যাত্রা শুরু করবে।যাত্রা শুরু ৩:৩০ মিনিটে।
রিট পলিটেকনিক প্রস্তুত থাকবে তাদের প্রতিষ্ঠানের সামনেই।আমরা যাওয়ার পর সংযুক্ত হবে এবং অন্যান্য বেসরকারি পলিটেকনিক পায়রা চত্বরে সংযুক্ত হবেন।এর পর সেখান থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব,ডিসি অফিস,বঙ্গবন্ধু চত্বরের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ।
৬ষষ্ঠ পর্ব ছাড়া কেউ কোনো বিষয়ে কথা বলবেন না(অপ্রাসঙ্গিক) সমস্ত কর্মসূচি এবং প্রশাসনিক কর্মকর্তার মুখোমুখি হয়ে কথা বলবে ৬ষষ্ঠ পর্ব।এমন এক প্রতিবেদন সোশ্যাল মিডিয়ার ফেসবুকে প্রকাশ করেন আজ সকাল ৮:৩০ মিনিটে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।