ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে আপন ও তাসনিয়া নামের দু'জন প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

বিশেষ চাহিদাসম্পূর্ণ শিশুদের চাহিদাভিত্তিক এসেস্টিভ ডিভাইস(শ্রবণযন্ত্র,হুইল চেয়ার, ক্রাচ) প্রতিপাদ্যে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে
  • আপলোড তারিখঃ 16-07-2024 ইং
লালমনিরহাটে আপন ও তাসনিয়া নামের দু'জন প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার ছবির ক্যাপশন: লালমনিরহাটে আপন ও তাসনিয়া নামের দু'জন প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।


বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের চাহিদাভিত্তিক এসেস্টিভ ডিভাইস (শ্রবণযন্ত্র,হুইল চেয়ার, ক্রাচ) প্রতিপাদ্যে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শারীরিক দুই জন প্রতিবন্ধী'র মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।অদ্য  মঙ্গলবার ১৬ ই জুলাই ২০২৪ ইং বিকেলে উপজেলা শিক্ষা অফিস চত্বরে হুইল চেয়ার বিতরণ করেন-লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার।


শারীরিক প্রতিবন্ধী দু'জন হলো-পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির আপন বিশ্বাস ও মহেন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির তাসনিয়া আক্তার তাসনীম'কে হুইল চেয়ার প্রদান করেন।হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতিকা মরিয়ম সিদ্দিকা,সহকারী উপজেলা শিক্ষা অফিসার,জেসমিন আরা বেগম, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী সরকার, মহেন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শেইলি বিল্লা,চঙ্গাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানসহ অন্যান্য শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ