ঢাকা | বঙ্গাব্দ

পূজার সময় ঠাকুর দেখতে বের হলে জেনে নিন কী কী রাখা উচিত আপনার ব্যাগে?

পূজার সময় ঠাকুর দেখতে বের হওয়া মানেই অনেক হাঁটাহাঁটি,ভিড় আর সারাদিন বাইরে
  • আপলোড তারিখঃ 02-10-2024 ইং
পূজার সময় ঠাকুর দেখতে বের হলে জেনে নিন কী কী রাখা উচিত আপনার ব্যাগে? ছবির ক্যাপশন: পূজার সময় ঠাকুর দেখতে বের হলে জেনে নিন কী কী রাখা উচিত আপনার ব্যাগে?
লাইফস্টাইল ডেস্ক,দৈনিক প্রথম সকাল।  

পূজার সময় ঠাকুর দেখতে বের হওয়া মানেই অনেক হাঁটাহাঁটি,ভিড় আর সারাদিন বাইরে থাকা।কিন্তু এমন অবস্থায় অনেক ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে।যদি ব্যাগে কয়েকটি দরকারি জিনিস না থাকে।তাই পূজার মজাটা নষ্ট না করতে চাইলে এখনই জেনে নিন কী কী রাখা উচিত আপনার ব্যাগে।

১।  ব্যান্ড-এড ও সেফটিপিনঃ নতুন জুতো পরে ঘোরাঘুরি করতে গেলে পায়ে ফোসকা পড়ে যাওয়া অস্বাভাবিক নয়।এমন বিপদে যাতে পড়তে না হয়, তাই ব্যাগে কয়েকটি ব্যান্ড-এড রাখুন।এছাড়া জামা-কাপড়ের কোনো হুক বা বোতাম খুলে গেলে,সেফটিপিন খুব কাজে আসবে।এ দুটো জিনিস রাখলেই ছোটখাটো বিপদ এড়ানো যাবে সহজেই।

২। ছাতাঃ কলকাতার আবহাওয়া যে কোনোদিন পাল্টে যেতে পারে।পূজার সময় বৃষ্টিতে ভিজে সাজগোজ নষ্ট হলে মজা আর থাকবে না।তাই ব্যাগে একটা ছোট ছাতা রাখা জরুরি।এতে বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি রোদ থেকেও রক্ষা পাবেন।

৩। পানির বোতলঃ পূজার ক'দিন ঘোরাঘুরির মাঝে শরীরের পানি ঠিক রাখা খুব জরুরি। বাইরে থেকে ঠান্ডা পানীয় কিনে খেলেই হতে পারে ঠান্ডা-গরম সমস্যা,যা আপনার পূজাকে মাটি করতে পারে।তাই নিজের পানির বোতল সঙ্গে রাখুন,আর চাইলে ডিটক্স পানিও সঙ্গে নিতে পারেন,যা আপনাকে দিনভর চাঙ্গা রাখবে।

৪। স্যানিটাইজার ও ওষুধঃ রাস্তায় বেরিয়ে নানা ধরনের খাবার খাওয়ার সময় হাত পরিষ্কার রাখা ভীষণ দরকার।তাই স্যানিটাইজার ব্যাগে অবশ্যই রাখুন।তাছাড়া মাথাব্যথা বা বমিভাবের মতো ছোটখাটো সমস্যা এড়াতে কিছু প্রয়োজনীয় ওষুধও রাখুন।পূজার আনন্দে যেন এমন সমস্যায় পড়তে না হয়,সেটা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিন।

৫। পাওয়ার ব্যাংকঃ  ঠাকুর দেখতে গিয়ে ছবি তুলবেন না, তা কি হয়?কিন্তু ছবি তুলতে গিয়ে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে বিপদে পড়তে হবে।তাই ব্যাগে একটি পাওয়ার ব্যাংক রাখলে সেই সমস্যার সমাধান হবে সহজেই। ফোন অফ হয়ে যাওয়ার ভয়ে আনন্দ মাটি হবে না।

পূজার সময় ঠাকুর দেখতে যাওয়া মানেই অনেক মজা আর আনন্দ।কিন্তু সেই সাথে কিছু ছোটখাটো সমস্যাও হতে পারে।তাই ব্যাগে এই ৫টি জিনিস রেখে দিলেই নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন পূজার প্রতিটি মুহূর্ত।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ