ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের আদেশ আজ

চলমান কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে উঠা আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা
  • আপলোড তারিখঃ 04-08-2024 ইং
শিক্ষার্থীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের আদেশ আজ ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের আদেশ আজ (ফাইল ছবি)

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


চলমান কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে উঠা  আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের আদেশ দেওয়ার আজ।রিট আবেদনটি আদেশের জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় তোলা হয়েছে।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে অদ্য রবিবার রাখা হয়েছে আবেদনটি।গতকাল শনিবার ৩রা আগস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে।


দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের দাবীতে   আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা গুলি) ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ শে জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।রিট আবেদনে আইনসচিব,স্বরাষ্ট্র সচিব,জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান,পুলিশের মহা-পরিদর্শক,সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে ।


কোটা সংস্কারে দাবীতে  আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেয়া হবে না,জানতে বিবাদীদের প্রতি রুল জারির আরজি জানানো হয়েছে রিটে।একইসাথে নিরাপত্তার নামে হেফাজতে নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেয়া হবে না,রিটে সে মর্মেও রুল চাওয়া হয়।


এবিষয়ে আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা গণমাধ্যমকে বলেন রিট আবেদনটি কাল আদেশের জন্য কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।আদেশের আগে কোর্ট শুনানি নিলে আমরাও শুনানিতে অংশ নেব।এর আগে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় দুই দফায় রিটের শুনানি হয়নি।







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ