ঢাকা | বঙ্গাব্দ

সবাইকে শান্ত থাকার অনুরোধ,দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহবানঃ ড. মুহাম্মদ ইউনূস

সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহবান
  • আপলোড তারিখঃ 07-08-2024 ইং
সবাইকে শান্ত থাকার অনুরোধ,দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহবানঃ ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: সবাইকে শান্ত থাকার অনুরোধ,দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহবানঃ ড. মুহাম্মদ ইউনূস

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।অদ্য বুধবার ৭ ই আগস্ট ইউনুস সেন্টার থেকে পাঠানো এক বার্তায় তিনি এ আহবান জানান।ড. মুহাম্মদ ইউনূস বলেন আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই।যারা আমাদের ২য় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি।


তিনি বলেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহবান জানাচ্ছি।তিনি আরও বলেন ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ।


ড. মুহাম্মদ ইউনূস বলেন একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত।অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন তিনি বলেন। 








নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ