ঢাকা | বঙ্গাব্দ

বন্যার পানি কমতে থাকায় বাড়ি ফিরছেন মানুষ অনেকে দিচ্ছেন ত্রান প্রানহানী বেড়ে দাড়ালো ৫৪ জন

পানিবন্দি লক্ষীপুরের মানুষের জীবন কাটছে অনাহারে,অর্থাহারে প্রত্যান্ত অঞ্চলগুলোতে
  • আপলোড তারিখঃ 30-08-2024 ইং
বন্যার পানি কমতে থাকায় বাড়ি ফিরছেন মানুষ অনেকে দিচ্ছেন ত্রান প্রানহানী বেড়ে দাড়ালো ৫৪ জন ছবির ক্যাপশন: বন্যার পানি কমতে থাকায় বাড়ি ফিরছেন মানুষ অনেকে দিচ্ছেন ত্রান প্রানহানী বেড়ে দাড়ালো ৫৪ জন
মোঃ রাজন আলী,রিপোর্টার।  

পানিবন্দি লক্ষীপুরের মানুষের জীবন কাটছে অনাহারে,অর্থাহারে প্রত্যান্ত অঞ্চলগুলোতে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।তবে স্থানীয় সূত্রে জানা যায় বিভিন্ন সংস্থা থেকে ত্রান সামগ্রী আসলেও তা চাহিদার বিপরীতে অপ্রতুল।দীর্ঘদিন পানিবন্দি থাকায় রোগাক্রান্ত হচ্ছেন শিশু থেকে বয়স্ক সকলেই সারাদেশে মৃত্যুর সংখ্যা ৫৪। 

লক্ষীপুরের অধিকাংশ মানুষ অবস্থান করেছেন আশ্রয় কেন্দ্রে তবে তারা বন্যার পানি কমায় ঘরে ফেরা শুরু করলেও তাদের রয়েছে যাতায়াত সমস্যা,খাদ্য সংকট এবং নিরাপদ বিশুদ্ধ পানি তাদের টিউবওয়েল গুলো পানির নিচে তোলিয়ে তাছাড়া ও রয়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যা।স্থানীয় সূত্রে জানা যায় ভযাবহ এমন বন্যা ২০ বছরেও লক্ষীপুর বাসী দেখেন নি।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ